রাতে তুমি আসো বলে ঘুমের আগেই আমি
ডুব দেই এক অচেনা আঁধারে, জোনাকি যা জ্বলে তাতেই আমার হয়ে যায়, পথ খোঁজার
বালাই নেই, শুধু সুখ আমি একা ন‌ই।


আলো নেই যখন, তখন বুকের শূন্যে রংধনু
পুশে কী হবে! ধীরে ধীরে মিলে যাবে আচেনা ঢেউ,
জলে নেমে আসবে অটল নিরবতা, চোখ খুললেও
যে আলো তাতে আমি বেমানান।


সমস্ত অসুখ স্তুপ করে রাখি, বেছে বেছে পীড়ন
নেই পছন্দের আভায়, যারা রাত জাগে তাদের
পাখা লাগে না, উদ্ভ্রান্ত উড়ালে চোখে ভাসে
অজস্র পতনের প্রতিচ্ছবি।


তোমার মন্দির হোক, ঈশ্বর যুগলের নিরাকার
প্রেম, প্রদীপের আলোয় দৃশ্যমান হোক, দেখো
অর্ঘ্যের সাথে দুফোঁটা চোখের জল, লিখে দিবে
বিসর্জনের অপর নাম অমরত্ব।



১৯ মে ২০২২