প্রথম প্রহর
কামনার খোলায় আবার জ্বলে উঠুক আগুন
আমি নিরোপদ্রোব পুড়ে যাব, আনন্দের আগ্নিতে
স্নান করে করে পুলকিত হ‌ব, উষ্ণ জলের হ্রদে তখন উল্লাসিত তুফান।


দ্বিতীয় প্রহর
সাঁতরে সাঁতরে ভেসে ওঠে ফুল , উঠোনে চাঁদের পাহাড়ে অগ্নিদগ্ধ শ্রাবণ, আমি জোয়ারে জোয়ারে ভেসে যাচ্ছি, সঙ্গ দিচ্ছে
চাঁদ তারা সূর্য মেঘ আকাশ গাছ পাখি।


তৃতীয় প্রহর
ভয়ে ভয়ে রুয়ে দেই কামাখ্যার তাবিজ
ফনা তুলে ওঠে সাপ, মনি মুক্তা ঝকমক করে, আমি মনিবন্ধ করে ডুকে পড়ি গুহায়, ধ্যানমগ্ন
দেখি কেবল ধনুর্বাণ পড়ে আমার চারপাশে।


চতুর্থ প্রহর
শব্দ শব্দ খেলা, অঙ্গ অলংকারের ঘুঙুর
নুপুর বাজতে থাকে, হীম শীতল শিহরণে
বিদ্যুৎ চমকায়, হাওয়ায় হাওয়ায় শব্দের ঢেউ
মোহনায় ছড়ানো মাদক ফুলের সৌরভ।


পঞ্চম প্রহর
অবসন্ন সময়ের শঙ্খোধ্বনি, মুখরিত আলোর
কলকাকলি, ফুলে ফুলে সঙ্গমরত হেঁয়ালি,
কুয়াশা প্রশব করে ঝিকিমিকি আলো, আমি
বিদীর্ণ হতে থাকি সুখের পেয়ালায় থৈ থৈ
করে আনন্দ।


০১ মে ২০২২