খুব খুব সামান্য দাও, তাতেই আমি ভরে নেবো
মুঠো, সূর্য দিবে আঁজলা ভরে সোনার রোদ্দুর
মেঘ বলেছে আসবে নিয়ে স্বচ্ছ জলের ফুল
হাওয়ায় হাওয়ায় উড়বে নাকি বসন্ত বকুল।


শামুক স্বপ্নের অন্দর ঘরে একটুখানি প্রদীপ জ্বলুক, তাতেই আমি দুচোখ ভরে গেঁথে নেবো আলো।  বাদলা মনের মাতাল দিনে আলগা খোঁপায় গোলাপ রেখো। তাতেই আবার ফুটবে
আমার লাখো প্রেমের জুঁই।


কাঁদা মাটির বন্দি খাঁচায় আলোর ভয়ে
ঝিনুক হয়েই র‌ই, তোমার সমুদ্র ঢেউয়ে
জাগাও আমায়, আমি মৃত্যুঘুমে ভাসতে থাকি,
দেখি স্বপ্নে সপ্নে জলের চলন।


০৫ জুন ২০২২