তোমার শরীরে জোনাকি জ্বালিয়ে আমি
খুঁজে নেব,
তোমার মধুবনের আড়াল, তোমার শান্ত সমুদ্রে
শীতল বাতাসের মতো এক ভয়ানক ঢেউ
ভেঙে দিচ্ছে এ পাঁজরের সাঁকো।


আগ্নেয়গিরি আগুন মুখো হলে জ্বলে ওঠে
তোমার পরাঙ্মুখ প্রজাপতি,
তুমি দহনে তুলে নাও রক্তাক্ত তরবারি,
ফিনকি দিয়ে ওঠা রক্তরসে সে এক উন্মাদের মৃত্যু।


এরপর হাসির দৃশ্য, সে হাসিতে মিশে আছে
কামনা, রমন, রক্ত, বিজয় আর আনন্দ
এরপর বিষাদ, বিষাদের আগে মৃত্যু নেই
আবার বিষাদ ই হয়তো, না মৃত্যু।


তুমি চাঁদের শরীরের আলতা তোমার সর্বাঙ্গে
না গুজে,
খুঁজে নিলে অর্ধচন্দ্র হার, আমি হয়রান হয়ে
অর্ধেক আয়ু খুইয়ে পৌঁছেছি মাত্র তোমার বৈকুণ্ঠে।
তুমি লাবন্য ধরো তোমার বাগিচায়, আমি বুলবুলি হয়ে চড়ে বেড়াই তোমার গোপন বারান্দায়।



২৪ জুন ২০২২