অসুখী  আলো খেলা করে ঘরে, বারান্দায়, ঘরের উঠোনে,
তোমারা দিব্বি ভালো আছো,
সংসারের সলতে জ্বালাতে জ্বালাতে ভুলতে পারো তৃতীয় বিশ্ব যুদ্ধের অসুখ।
আমি এখন নিঃসঙ্গ হতে ভয় পাই
ক্ষনিক আড়ালেই তাড়া করে আদিম পাথরের বুমেরাং
নির্লজ্জ আঁধারে উদম হতেই মরে যাই খসে পরা তারার মতো
একদল বাজিকর প্রতিক্ষায় থাকে কোন তারা কখন ঝরে, গোনে তারার পতন
দিন শেষে হয়তো আমিও কার‌ও দাবার গুটি


০৬.০১.২১