বুকের ভেতর দুঃখ পুষি, দোয়েল করে ভর্ৎসনা।  শালিক দেখে ভাতের সোহাগ
ময়না থাকে আনমনা। রাতজাগা ফুলে
জোৎস্না মাখি, নদীর দেহে জল। স্রোত কেবল
হাসতে থাকে নৌকা করে ছল।


আমি হাঁটতে হাঁটতে পাড়াই নদী, জীবন
কাটায় খেয়ারা। রংধনুরা কাল রাত জেগেছে,স্বপ্ন খুঁজছে তারারা;
চাঁদের সাথে জলের দেখায়, পাখিরা
এখন ঘরছাড়া।


এই দেখ, হাঁটে পথ এ বুকের রথে, পাহাড়
নদীর সাথে সাথে। দোলনচাঁপার বুকে
যখন জোৎস্নার আলো হেসে ওঠে, তখন আমি তোমায় দেখি, বাঁশির ভাঙা সুর দিয়ে
জলে জলের ছবি আঁকি।



১১ জুন ২০২২