বহুগামিতার অপরাধে ঈশ্বর পুড়িয়ে দিল
আমার পদ্মফুলের বাগান। বুকের কোনায়
ছাইচাপা আগুন বেদনায় ওয়ে ওঠে তরুণ
শীতের ওম।


দেহ মনের সিঁড়ি ঘরে যৌবনের লাম্পট্য দেখে
হাসতে থাকে সময় শয়তান। শিশু শিশু
খেলায় দিন রাত কাটানো পুরুষ খুঁজতে থাকে
হারিয়ে ফেলা মারবেল।


চিন্তার সোকেসে সাজিয়ে রাখি সতেজ রোদ্দুরের
রূপকথা আর মেঘ বিকেলের সজল কাব্য।
রক্ত জমাট বেঁধে লিখে রাখি চোখের জলের
না বলা কথা।


সব‌ই গান হয়ে যায়, বিষাদ আনন্দ মিছিলে
আমি কেবল স্লোগান শরিক। বসন্ত অভিমানে
ভেঙে যায় ঘর, যুদ্ধ রেখে অনুরাগ বাঁধি ভ্রমনে,
গোপনে মেলে প্রেম পারিজাত।


২৪ নভেম্বর ২০২১