বন্দুকের মাথায় আমায় রেখে
রাখো বন্দুকের ট্রিগারে হাত,
সমুদ্রের ঢেউ যুদ্ধের শব্দ
এক হয়ে নিয়ে আসে শীতের সকালের
শেষ রাত।


মায়াবী ঈশ্বরী যে আমাকে মৃত্যুদণ্ড দিয়েছিল,
তাঁর পূজায় সমর্পণ করি পাঁজর,
ঘুম ঘোলাটে ভাগ্যের চাকায় লেগে থাকে
স্বপ্নের থ্যাতলানো শরীর আর যান্ত্রিক
জীবনের উচ্ছিষ্ট ভোজন।


প্রকৃতির বেদীতে আমি কেবল
অন্যের পূজার উপাচার,
দেহ কুরুক্ষেত্র হয়ে গুনতে থাকে
যুদ্ধের প্রহর মুদ্রাহীন, বাকী অংশে আমৃত্যু
এ মিথ্যা পৌরহিত্যে।



২৭ এপ্রিল ২০২২