অন্তরাত্মায় অভিশাপ হয় ছায়া মানব
আলোতে উৎপাত করে, আঁধারে দেয় মরণ কামড়।
মহাশূন্যে নির্বাসন চাই, দুমুখো সাপ
ওৎপেতে আছে ঘরের আঙিনার ঝোপে।


আলোর বিষ পান করে করে বাড়াচ্ছি ইম্যুনিটি,
আঁধারের আঁচলে মৃত্যু হোক ভয় নেই।
ভয় পাই জ্যোৎস্নার অধিবাস; যেখানে
কাম ও প্রেম একাকার হয়ে যায়।
জোয়ারের স্রোতের মতো টানে রিপুর নেশা,
আমি রুপার জলের তোড়ে ভেসে যাই
ফুল ঈশ্বরী নদীর মোহনায়।


আবার জন্ম নিলে ঘোড়া হব,
সাপের আতঙ্কে আর জীবন কাটবে না।


২৬ জুন ২০২১