গিরগিটির সাথে রং-বলদে পাল্লা দিচ্ছে মানুষ
দিতে দিতে নিজের মুখই অচেনা হয়ে যায় নিজের কাছে
নিজেকে যন্ত্রের মধ্যে বন্দি করছে, যন্ত্র হয়ে যাচ্ছে আত্মার সিনোনিম
মানুষ আত্মবিশ্বাস হারাতে হারাতে আবিষ্কার করছে ঈশ্বর, এই অক্ষমতার সিঁড়ি বেয়েই নিজেকে সঁপে দিচ্ছি এআই ঈশ্বরের হাতে।
এখন কে গিরগিটি কে মানুষ চেনা যাচ্ছে না দেখছি শুধু রং পাল্টে নাটক করছে আরেক গিরগিটির সাথে, দেখছি গিরগিটিদের মিথ্যে আনন্দে
ঝাপসা হয়ে যাচ্ছে আশৈশব বন্ধুতা,
নিজের শরীরে অন্যের সিলমোহর লাগিয়ে অবিশ্বাস করছে পৃথিবী, সে অবিশ্বাসের শাস্তি
বুমেরাং হয়ে, আসে নিজের বিষ দাঁতে কামড়াতে হয় নিজের শরীর
অভিশপ্ত ওরোবোরাসের মতো নিজের লেজে কামড় দিয়ে আহ্বান করতে হয় পূনর্জীবন।
৩০ এপ্রিল ২০২৫