মলয়াক্রান্ত সময়ের সাক্ষী থাকবো আর
কতকাল, সুবর্ণ চাঁদ ডুবে যায় ডোবার পাণ্ডুর
জলে, নর্দমার দুর্গন্ধ স্রোতে ভেসে যাচ্ছে
ফুলের মিছিল, আলো আলো করে মরে
যাচ্ছে সদ্য ফোটা চোখের বাতি।


শুক্ল পক্ষের প্রতিক্ষায় দিন কাটায় জোনাক
জ্বালানো প্রহরীরা, অমাবস্যার দোহাই দিয়ে
ফুটছে না প্রজাপতির মুকুল।
কবন্ধ কবজে বন্দি হচ্ছে সকাল শৈশব ও
ললিত মমতার মোমবাতি; সুনিপুণ ছলনায়
খোয়া যাচ্ছে সঞ্চিত গুপ্তধন আর সুবোধ সাম্রাজ্য।


দোপায়া দৈত্য গিলে খাচ্ছে প্রকৃতির তারুণ্য নদী পাহাড় সাথে সুষম সবুজ।
চেতনার বাতিঘরে জ্বলে মরীচিকার জলবায়ু, আর চারদিকে নকল যৌনদণ্ডে ঝুলে আছে সংসার সমাজ এবং অনুর্বর প্রেম।


২৪ অগাস্ট ২০২১