সব মানুষ মানুষ না কিছু কিছু মানুষ কুকুর
বিড়াল বা তার চেয়েও অধম, এদের ঘর থাকতে নেই, উৎসব থাকতে নেই,
এদের ধর্ম থাকতে নেই


যুগে যুগে দৈত্য দানবরাই জিতে আসছে,
ঈশ্বরের বিজয় কেবল পুস্তকে পর্দায়


সহি মানুষরা জানে না ঘর পোড়লে কেমন পোড়ে আত্মা, তারা জানে না চোখের জলে কতটা পোড়ে হৃদয়


অভিশাপ যদি পাথর হতো, তাহলে পাথরের পাহাড়ে চাপা পড়তো ধর্মান্ধ মূর্খের দল



ধর্ম ধর্ষণ করছে শান্তিকামী পুরোহিত


ধর্মের জঙ্গলে হারিয়ে গেল মানুষ


সংবিধিবদ্ধ সতর্কীকরণ: ধর্মের দূষণ কার্বনের থেকেও মারাত্মক