অপার্থিব অসুখে আমার মৃত্যু হোক
অবিনাশী আগুনে পুড়তে চাই না, আলো উত্তাপ
দরকার বলে মেনে নেব না খুব পীড়ন। কাঠগোলাপ আমাকে ঘর বন্দী রাখতে পারবে না।


পরিধি বাড়াতে বাড়াতে সেইতো বৃত্ত,
বন্দিত্ব‌ই যেখানে শেষ কথা।
বৃত্তচাপ যত‌ই মুক্ত ভাবুক কেন্দ্র‌ই
তার বেড়ির মূল।


দোটানার দড়িতে ঝুলে আছে মোহ, অসুখ
চাষিরা লাভের আশায় ফলায় পাপ লোভ।
বেদনাসক্ত বেদুইন সুখ সুখ ভেবে চোষে
বিষের তলানি।


কার‌ও অক্সিজেনে ভাগ নিতে চাই না, বৃক্ষের
কাছ থেকে ধার করে যতটুকু বাঁচা যায় বাঁচব।
এরপর না হয় নিজেই বৃক্ষ হয়ে যাব, কার্বন
শোষণে ভয় নেই।


বোতাম টিপলেই যদি খুলে যেত দরজা
শূণ্য‌ই চলে যেতাম চেনা দিগন্তের বাইরে।
ভাঙা সাঁকো, কাঁটাতার আর কত আটকাবে
মুক্ত গোলার্ধের প্রেম।



২৮ নভেম্বর ২০২১