শুচি জলে আর নির্মলা অগ্নিতে নিজেকে শুদ্ধ করে কবি
কবিতার আতুর ঘরে প্রবেশ করে, প্রসব বেদনায় কাতরায়।
পুরুষ মেঘ আর স্ত্রী মেঘ সঙ্গম করে ফলায় অগ্নিস্ফূলিঙ্গ বাজ।
আমার স্ত্রৈণ কবি বন্ধু, দুধহীন মায়ের ছেলেকে
প্লাস্টিকের নিপেলে খাওয়ায় সিনথেটিক দুধ।
আর আমি নিজেকে মমি করে নিজেকেই পাহারা দিচ্ছি দিনরাত।
গোলক ধাঁধা সময় বুঝি সামনে যায়, পিছনেওতো যেতে পারে।
ভাবি মহাবিশ্ব পশ্চাৎগামী হলে দোষ কী!
অতীতটাকে ভবিষ্যত ভাবলে স্বাদ স্বপ্নে কোন বিভেদ আসে কিনা?
পরীক্ষক নেই  শুধু পরীক্ষা দিয়েই যাচ্ছি,
নিজেকে নিজে আর কত মার্ক দেয়া যায়!



৮ জুন ২০২১