কে‌ এলো না, আর কে গেলো না এ কয়েনের
টসেই কেটে যাচ্ছে এ অবেলার বাজির আসর,
চক্রাকার গলিপথে নিজেকে গলিয়ে দিয়ে
ভাবতে পারছিনা না এ ভ্রমন, নাকি পতন!


টলতে টলতে নছিমন ভটভটিকে ছুঁয়ে ফেলে
আমি সাপরঙা কোলবালিশ নিয়ে শুয়ে থাকি,
আধজাগা স্বপ্নে ভাঙা ভাঙা এক্সিডেন্ট, দূরদৃশ্যে
চাঁদ সূর্য মুখোমুখি।


দূরে চার্জার লাইট জ্বালিয়ে রাখে প্রবীন পাগল
তার সংসার আছে, তার সংসারে সে নেই!
রক্ত জলে ডুব দিয়ে উঠে আবার ভাবতে থাকি
আমি আসলে কোথায় আছি?


৫ এপ্রিল ২০২২