আমার আর ফেরা হবেনা, যতই বসন্ত আসুক, ফুল ফুটুক আর না ফুটুক অথবা সুগন্ধি বিলাক শুভ্র শুভ্র যত কামিনী ফুল।
কাক কোকিল যাই ডাকুক আমার আর ফেরা হবে না, কিংবা যত‌ই উড়ুক শাদা কবুতর অথবা শান্তিচুক্তি হোক ভারত পাকিস্তানের
আমার আর ফেরা হবে না।
আমি কাঁদাজলে ডুবে ডুবে গুনব জীবনের অসুখের নামতা।
মানুষের ঘরে সংসার পেতেছে আশ্চর্য অনুজীব,
এখন শুনি ভালোবাসাই নাকি সর্বোত্তম সংক্রমণ অসুখ,
মৃত্যুর পর মৃত্যু পার হয়ে আজ অবধি বেঁচে আছি‌‌;
দেখি এ জীবন আসলে অনুলিপি, মূল কপি নাকি ঈশ্বরের দাবার গুটি।


_০২ এপ্রিল ২০২১