এতো তাড়া কিসের, জ্বলুক না মোমের শেষ অবশিষ্ট আগুনটুকু,
শুরু হবে আলো আঁধারী। হে ঈশ্বরী,
তুমি যত পার সেজে নাও, স্তন যুগলে চাঁদের
আলো পড়লে ঝাঁক ঝাঁক মাছের মতো হৃদয়ের জলে জেগে উঠবে প্রেম।
পায়ে পড়ে নাও পায়েল, নদী চলার কলকল
শব্দে উথলে উঠুক সমস্ত নলকূপ। সোহাগী
আলো চুসে খাক আঁধারের শ্বাসমূল।
কটিতে পড়ে নাও তারকা খচিত প্রাচীন মেখলা,
ধন্বন্তরি বিদ্যায় জেগে যাবে সব পলাতক
প্রহরীর দল। চেনা চাবিতে খুলে যাবে অচেনা
অযুত তালা।
উতলা হয়ো না, তোমার উঠান মেলে ধর আবছা আলোর মোহনায়। পাথর গলে শ্রাবণ
হয়ে যাক। অগোচরে উড়ে যাবে উড়ু জঙ্ঘায়
অপেক্ষারত সব কবুতর। দেহের উৎগীরণে
নেমে আসবে মহানন্দের ফেরেশ্তারা।


১১ অক্টোবর ২০২১