ভুল পথে আর কত হাঁটবে সময়
সূর্যোদয় ও গোধূলির রং ভুল চোখে এক মনে হয়,
আদতে অমিত আলাদা
একজন আলোর জন্মের সাক্ষী, আরেকজন আহ্বান করে অন্ধকার।


কেউ খুন করে পালাতে পালাতে বাঁচে
কেউ খোঁপা খুলে প্রতিক্ষায় কাটায় রাত,
ভোরের আলো ফুটলে নাগরিক নরকের দুয়ার খোলে, গোয়ালার ঝি বা মদের ডেরার মামা কারোর‌ই ঠিকানা মেলে না,
এইতো সময়ের বেহিসেবি চলা।


কে বেশি কামুক বা কার বেশি প্রেম প্রাপ্য
মহাকাল মিলাক সে অংক,
অনিশ্চয়তার আবডালে লুকিয়ে থাকে
ভয়,
আর সেজে গুজে অচেনা কার‌ও প্রতীক্ষায় থাকে স্বপ্ন।


০৪.১১.২০