আলো ফোটার আগেই মেঘে ঢেকে যায় আকাশ, বৃষ্টির প্রতিক্ষায় নেই, আঁধার আধার
জীবনে অন্ধ হয়ে যাচ্ছে চোখ, অমোঘ মুক্তির জন্য আঁধারের আরাধনায় ডুবে যাচ্ছে সময়।
অকালবোধন নারীর মতো সেজে আসে অসুখগুলো, মিথ্যে দেনার আসামি হয়ে কেটে যাচ্ছে হাজার বছর, পালাব বলে ঘর ভেঙেছি
এখন পালাতে গিয়ে ঘরের লোভেই ডুবে আছি।
জীবন এক ভাঙা বেহালার মতো, মনে হয় ভেতরে সুর আছে, অতীত সুরের ঢেউয়ে ঢেউয়ে চলতে থাকে অকেজো অন্ধকার জীবন, মনে হয় কারও আঙ্গুলের ছোঁয়ায়
ফিরে আসে সুর!
ঈশ্বরের মতো অসুখে ভুগছি বলে মানুষ সৃষ্টির
নেশায় ডুবে থাকে, নির্বোধের প্রার্থনায় যে সুখ
তাতে বাড়ে পৃথিবীর অকল্যাণ, তবুও মিথ্যেকে
মিথ্যে দিয়ে ঢেকে ঢেকে চলছে মহানন্দের জীবন।
৩০ এপ্রিল ২০২৫