গচ্ছিত ধন ভেঙে ভেঙে আর কতদিন খাব
দুধ থেকে দধি হচ্ছে বলে যারা কীর্তন করত
তারা দুধ কলা ছেড়ে মাংসাশী হয়েছে,
আমি কাঠ কয়লা চুষতে চুষতে মুখ ব্যথা করে ফেলেছি।


এমন মৃত্যু আশা করিনি, ভেবেছিলাম মৃত্যুতে
অস্তিত্বের সর্বস্ব বিলীন হবে, মহাশূন্যে লীন হব।
এখন সর্বস্ব চলে যায়, আমার লীন হ‌ওয়া আর
হয় না।


নিজের পঁচা দুর্গন্ধ লাশের সাথে
অসহনীয় এক ভাগাড়ে বসবাস করছি।
কলঙ্ক ঢাকার কাপড় নাই, বিদঘুটে আঁধারের
সাথে বেআব্রু সঙ্গমে নির্লিপ্ত অসুখ।


আদিম অসভ্য অন্ধকারে কামনার আস্তাবলে
জমানো কয়েকশ জীবনের ঋণ।
চেনা যায় না যা চিনতে চাই, দু'চোখে মৃত্যু
ঘোর, বেঁচে উঠতে চাই রোদ,
আর কত আলো ভিক্ষা করা যায়!



১ মে ২০২২