শৈশব থেকে পালাতে চেয়েছি
কৈশর ধরবো বলে, কৈশোর বুঝি না বুঝি, মনে নেই।
কৈশরে পা দিতেই কি উচ্ছৃঙ্খল অস্থিরতা !
যৌবনের হাতছানিতে উদ্বেলিত আবেগ
আবেশে অবশ অন্তরের আকাশ,
যৌবন প্রবেশদ্বারেই বানের জলের মতো
এসে ঘিরে ধরে আকাশ কুসুম স্বপ্ন
রংধনু ছোঁয়ার অবাধ অসীম কামনা
ভেতরে জন্ম দেয় বাসনার পাহাড়।


সময় বয়ে চলে, নদীর পারের মতো
ধীরে ধীরে ভেঙে যায় স্বপ্ন, বাসনার শরীরও
ধীরে ধীরে রুগ্ন হয়, যৌবন চলে যাচ্ছে
নিজেই নিজের অভিশাপ নিয়ে এগিয়ে যাচ্ছি
বার্ধক্যের দিকে...।