ক.


আবার ছুঁয়ে নেব ভরা যৌবন, ভরা বদলে
উজান সাতার।  জীবনানন্দে কাটুক
রোদ রোদ বিকেল।
ছুঁয়ে নেব প্রেম, রঙের খেলায় বিজয়ী হবে
প্রজাপতি মিছিল‌।
সুখের গন্ধ ঘুড়ি হবে, উড়বে হৃদয়ের এ আকাশ ও আকাশ।
সোনা রোদ সকালে আবার শিশির ভেজা
ঘাস হব। কুয়াশার আদর হয়ে বকুল ফুলের সঙ্গ দিব।


খ.


তুমি শিউলি তলায় এসো, তোমায় ফিরিয়ে দেব গন্ধম স্বাদ, উষ্ণ উষ্ণ চুম্বকত্বে আবার জ্বলে উঠবে বিদ্যুৎ;
আঁধারে আঁধারে জ্বালিয়ে দেব বর্ণীল বাতি,
মরচে পড়া সিন্দুকে ফুটবে আবার আলোর ঝিলিক।
তেপান্তরের বাঁশির সুরে উতলা ঢেউ ছন্দ হবে।
মান ভাঙানো রাগিনীতে বাজবে নিযুম
পোকার গান। আঁধারের কনসার্টে শুনবো
আমারা আবার প্রকৃতি হব।


০৯ নভেম্বর ২০২১