এসো, তোমার ধারালো অস্ত্র নিয়ে এসো
আমার চওড়া বুক পেতে দেই,
তুমি শানানো অস্ত্রে আমাকে ক্ষত বিক্ষত কর, আমার গরম রক্তে তুমি উষ্ণতা নাও।
তুমি নির্দ্বিধায় চালাও তোমার চাবুক
আমার মাংসল পিঠ খোলা আছে
উন্মাদের মত আঘাত করো সজোরে
অভিশাপের মানচিত্র একে যাক আমার অমসৃণ চামড়ায়, ক্ষতস্থান চুয়ে চুয়ে বের হোক বেদনার খুন।
বিষ দেবে দাও, তাও ভালো
আমি আকণ্ঠ পান করে নিঃশেষ হতে থাকবো,
তলিয়ে যেতে থাকবো কালের অতল গহ্বরে
আমার অস্তিত্ব মুছে যাবে, মুছে যাবে সঞ্চিত গ্লানি, সমস্ত অবহেলা, আমার আজন্ম অসুখ, আমার আমরণ ভালোবাসার ইচ্ছা।


২২ অগাস্ট ২০২০