আমি মায়ায় বিশ্বাস করি না
ভালোবাসায় ব্যর্থ বলে কাঁদিনি কখনো
জানি সব প্রেমগুলো কালোজামের মতো
খুব অল্প সময়েই পচন ধরে।
অনুভূতি কাঙাল বেভুল মন ছলনায় গলে যায়
বাসি পঁচায়‌ও বেঘোর বেহূশ হয়,
সেতো ক্ষনিক যৌন জৈবিক লোভ;
তার উপরে দেখ কেমন অনন্য পরম প্রশান্তি
সুখ অসুখের মোহনার অনেক দূরে।
এখানে প্রেম কেবল অনাবিল আনন্দ, এক বিন্দুও বিরহ নেই।


ফেরার অসুখ বারবার ফিরে আসে বলে
ঘর বন্ধক রেখে ভাড়া বাড়িতে থাকি। কামনার আগুনে পুড়ুক সময়ের জ‌ন্মদাতার অর্ধাঙ্গ; আমি বাঁশিতেই সন্তুষ্ট।
সন্ধ্যাতারা আমার হোক, চাইনা জানালায়
মধু মালতি।


২৮.০২.২১