আশৈশব স্বপ্নদোষে কলুষিত আত্মার শাদা চাদর,
আমি দোতলার বেলকনি থেকে ফেলে দিয়েছি
হৃৎপিণ্ডে ফোঁটা তাজা গোলাপ,
কলিজার জলে আর কতটুকু ভেজে
শ্বাসপোড়া হাড়!


শীতকালে আজকাল যে অসুখ হয় তা
আমলে নিতে হয়
শরীরের সিলিকন আর সবল হচ্ছে না,
বিশ্বাসের গ্রাফে বাড়ছে শনির দশা।
পূর্ণিমার জোয়ারে শরীরে জল জমে, রাত
বমিতে উগ্রে ফেলতে চাই পাশবিক ধর্ষণ
ভোগ।


পূজায় লাগানো নকল যৌনদণ্ডে ঈশ্বররা
নিচ্ছে স্বস্তির অর্গাজম।
জমালয়ে জমকালো উৎসব হচ্ছে, আমরা
আম দর্শক উলঙ্গ হাততালি দিচ্ছি,
মঞ্চে নাচছে
স্বর্গের লোক।



১৮.০১.২০২২