রং রস গন্ধ ছড়িয়ে যায় ভ্রমণের দিকে
স্মৃতির মতো উদ্বায়ী আর কী আছে?
পরিচিত শরীর জুড়ে গড়ে ওঠে মায়াজাল।


হৃদয়ের মফস্বলে জ্বলে থাকে প্রাচীন বাল্ব
চেনা আলো হয়ে যায় অচেনা, বিস্মৃতির
কুয়াশায় ঢেকে যায় ছায়াতল।


কচি শাদা আলো ভোর নিয়ে এলে
অসুখের বৃন্তে ফোঁটে ফুল, শ্যাওলার
সেতুতে পার হয় পরিযায়ী প্রেম।



৬ মে ২০২২