সমুদ্রকে নাঙ্গা করে বলে দিলি সরি
ওরে কবরী তোর খোঁপায় গোঁজা আছে
আমার মৃত্যু ফুল।


আনন্দ কীর্তিনে উর্বশী নাচুক আমি চাইলেই
কি হবে?
খোরাকি খেয়েই বেঁচে আছি
প্রত্যক পদে ঈশ্বর বসিয়ে রেখেছেন কাপুরুষ।


ঘোর ঘোর প্রেম এলে যে তৃষ্ণার্ত হ‌ই তা উত্থানের মতোই ক্ষনস্থায়ী হয়, মুচকি হাসিই
জমে থাকে মাটির মাজারে।


ভাগের লটারিতে মেলে বন্ধ্যা বকফুল
অন্ধের চেয়ে থাকায় দোষ নেই, তার কাছে ফুল
ও কাঁটার ব্যবধান কেবল ব্যথায়।



১৫ মে ২০২২