পালাতে চাই ঘর থেকে, উঠোন থেকে,
লেবু বাগান, আম বাগান‌ থেকেও দূরে যেতে চাই।


হৃদয়ের মধ্যে চাঁদ খেলে, খেলে তারা, মহাকাশ অন্তরের মাঝে ছোট্ট একটি ঘর।
অন্তরের খাদে সময় আছড়ে পড়ে সমুদ্রের ঢেউয়ের মতো, আর জীবনের যন্ত্রনাগুলো নদীর স্রোতের মতো মাথার মধ্যে অবিরাম বাজে।
অসুখের আল্পনায় দেখি চেনা ঘরদোর, চেনা শালিক, চেনা কবুতর, চেনা শহর।
ঘরের দেয়াল ঘড়িটা বন্ধ করে রাখি সময় অনর্থক চলে বলে,
পালাবদল নেই সুযোগ দুর্যোগের, সংক্রমণ সময়ে শুধু সামনে আসে ভাঙনের সংক্রান্তি।পলায়নপর আত্মা ঘুমের আশ্রয়ে স্বাদ নেয় মৃত্যুর। আমি জেগে থেকে দেখি,
দিন রাত শাঁখের করাতে কাটে মাংসল হৃদয়।


১৬ এপ্রিল ২০২১