মানুষের মন এমন এক নদী যার ভাঙন নিরবধি।


আমি এক অবোধ মাঝি না পারি বাইতে হাল
চারদিকে  যার বৈরী বাতাস কি করে আর বাঁধব পাল
নদীর জোয়ার উল্টো চলে ঢেউ বড় বেসামাল।


মাঝ নদীতে ডুবে মরি, পারের আশায় বালির বাঁধ। জন্মেই যখন কাঙাল প্রাণ, কী আর জমাবো জীবন সাধ!


১৪ মে ২০২১