স্বর্গের বুকে যখন রাত হাসে, আগন্তুক বৃষ্টিতে
শরীরে পরীরা জ্যোৎস্নার মতো নেমে আসে।
মরা বৃক্ষ ভুলে যায় পূর্বজন্মের শোক, আগুন‌ও
চেয়েছিল তার মৃত্যুর পর তুমুল বৃষ্টি হোক।


গত জন্মের জ্বরা চাঁদ ডুবে গেছে অমাবস্যার
জলে, ঝরাফুল ভেসে গেছে কালের তরলে।
উষ্ণ কুসুম ফুটে আছে গোপন অরণ্যে, প্রনয়ের
চাঁদ ডেকে যায় আষাঢ় তারুণ্যে।


পাড় ভাঙা এক ঢেউয়ের মতো চমকে উঠে জল,
প্রনয়ের আভা পেলে জ্বলতে থাকে রক্তঅনল।
আগুনের সঙ্গে সন্ধি করে লুকিয়ে যায় আঁধার,
তুমি উঠোন মেলে দিয়ে দেখো আলোর সাঁতার।


০২ জুন ২০২২