আরেকটা লাফ বাকি আছে। সময় লাফিয়ে
না চললেও জীবন লাফিয়ে চলে, পৌঢ়ত্বে
প্রেম কী সে অঙ্কটা মিললেই, গন্তব্য অচীনপুর।


হয়তো শৈশব ফিরে পাব আবার। স্বপ্নহীন
শৈশবের সবুজ না থাকুক বাদামি রঙে এঁকে নেব বোহেমিয়ান ভালোবাসা।


সোনালী রোদে হেসে উঠবে জীবন, প্রকৃতির
কাছাকাছি মেলে দেব পরাণ, সতেজতা
ফিরে পাবে ঘাস হৃদয়ের উঠোনে উঠোনে।


এ শোক, সে অসুখ এতটা ঝাঁঝালো হবে না
প্রজাপতি ফুল, পাখিদের নীড়, নদী নিবিড় আলিঙ্গনে ছুঁয়ে নেবে ছুটি আমার।



২৩ মে ২০২২