যে আমাকে কবিতা শেখাতে চেয়েছিল যে
সে এখন কবিতায় মোছে ঘাম, আমি কবি
হতে হতে হয়ে যাচ্ছি পথিক।


পথের নেশায় পৃথিবী বদলে যাচ্ছে, রাতের
বদলে সময় চেয়ে নিচ্ছে বিকেল
ফুলেরা দলবেঁধে বিক্ষোভে যাচ্ছে।


আমি আগন্তুক হয়েই কাটিয়ে দেই সাক্ষাৎ,
মিছিলে আমার ঠিকানা থাকে না,
দোষ আরোপ করে মহাকাল।


আমি তোমার কোঠরেই লুকাবো আমার স্বত্ব,
পথে পথে মিশে যাচ্ছি আমি, আমি হারালেও
পথ অবিচল।


১৯ মে ২০২২