হলুদ বিকেলগুলো প্রজাপতি হয়ে যায়
মিষ্টি রোদের খেলায় হাসি মাখা মুখ
অমলিন স্নিগ্ধ কলরবে ভেসে বেড়ায়,
সুখের কোলাহলে বাড়ে মায়ার মোহজাল
আলোর অবগুন্ঠনে বাঁধা পড়ে অযাচিত আবছায়া,
অমলিন প্রনয়ে উন্মনা হয় প্রকৃতি
ত্রাসে ভেঙে যায় হৃদয়ের গরাদ।