আমি এক শান্ত নদীর কাছে গেছিলাম
সে আমাকে বলল আরও উচ্ছল হও
সান্ত নিবিড়তায় ম্লান হয়ো না, এতে অপবাদ অপমান আর তাচ্ছিল্য।
এরপর  বয়স্ক এক বৃৃক্ষের কাছে গেলাম
সে বলল নিরব থেকো না, নিরবতায় পাপ বাড়ে, পাপে অসুখ।
তারপর অচেনা পতিত এক পথের কাছে গেলাম;
সে আমাকে ভয় দেখালো নিসঙ্গতার
বলল, নিসঙ্গতায় ডুবো না, স্থবির হয়ে যাবে,
নিশ্চল সময়ে হারিয়ে যাবে বেঁচে থাকার প্রেরনা।
এরপর আমি প্রায় পাঁচশ বছরের পুরনো এক রাজবাড়ির নিকট
গেলাম
সে বলল, ভৃত্য সেজ না, পরভারে অচল হয় সচল শরীর, অলস আবেশে জন্ম নেয় কেবল দুর্ভাগ্য আর অভিমান।
এখন রাতের সাথে কথা হয়, সে বলে আলেয়ায় ভুলো না
অমাবশ্যায় ভয় নেই, নিশ্ছিদ্র অন্ধকারে হাঁটতে শেখ
জেনো কোন আলোই স্থায়ী নয়।