বৃক্ষের ততটা কী দাম যতটা ফুল ও ফলে
বিপ্লবেই সুখ, অতটা সুখ নেই বিজয় মিছিলে।
অধিকারের হাতল ফেটে যায়, ক্ষয়ে যায় তরবারির ধার। কাশবনের যৌবন‌ও  যেমন হারিয়ে যায় শরতের পর,
ভগাঙ্কুরের বার্ধক্য ডাকে প্রেমের সর্বনাশ, চামরার ভাঁজে গড়ে ওঠে প্রেমের ভাগাড়। যৌবনতো নদী নয়, এর কেবল ভাটাই সার।


আগামী জন্মে তুমি মাছ হবে আমি হব অতল জল, তারপরে তুমি বিজলী হবে আমি হব বহুদূর আঁধার।



৫ জুন ২০২১