আসো বিভেদগুলো বাড়িয়ে ফেলি
গিলে ফেলি প্রেমের পরাণপর ঢেকুর।
লোভ লাল হয়ে লালা ঝড়ালে নাক বন্ধ করে
খেয়ে নেব জারিত জল।


সারৎসার সঙ্গম নিয়ে পার হয়ে যায় ঝুলনের
সাঁকো। দূরত্ব দৌড়াতে থাকে, আমি খামচে
থাকি আত্মপক্ষের অতীত, ছায়াছবির দৃশ্যরা
একে একে আসে যায়।


একপায়ে দাঁড়িয়ে থাকতে থাকতে অপেক্ষার ঘড়িতে বাজতে থাকে ভাঙনের এলার্ম!
চারিদিকে দেখি অযুত জল, শুধু ছুঁতে গেলেই
নদীরা সরে যায় দূরে দূরে।


রঙের জলে জোয়ার আসে, পাল্টে যায় চাঁদ
আমি মেঘের দেশে আঁকি নদী, জলে জল
মিশিয়ে ডুবিয়ে দেই নৌকো, আলোর অভাবে
সবই একসময় অদৃশ্য হয়ে যায়।


২৫ অক্টোবর ২০২১