আমি আজীবন ভিখারি, দুর্ভিক্ষে কাটে আমার মহাকাল
দারিদ্র্যসীমা যদিও বাড়ছে, আমার ঠিকানা ঠিক আগেরটাই।
স্বর্গের সিঁড়িতে সাপ দেখে, নরকের পথেই পা বাড়াই বারবার।
সময়ের খোলসে বিষাক্ত জল ইচ্ছায় অনিচ্ছায়
পান করে করে অমৃতের অসুখে পুড়ি,
চেতনায় ব্যথার দুর্ভেদ্য দেয়াল
এ জীবন পোড়ায় স্মৃতির মায়াজাল।