পৌরাণিক পাপের মতো এখনকার সুখের ছোবল সাপ নিয়ে আসে, আমি বাঁচতে
সাপুড়ের মন্দিরে পুরোহিত হয়ে যাই।


আগুন দিয়ে সাজতে চাই না, আগুন পোড়ায় বলে দূরে রাখি। তবুও সে ছদ্মবেশ নিয়ে ডুকে
পড়ে বুক হাড় মজ্জায়।


যৌবনারাম্ভের চুম্বকে লেপ্টে আছে একান্ত জীবন,
হাতের সঙ্গম রেখায় চলতে থাকে সময় অসময়ের খেলা।


আমাকে নদী দেবে বলে বলেছিল যে নারী, সে
এখন নদীতে পোষে মাছ। আমি আগাছার সংসারে
কীটের দায়িত্বে আছি।



১৪.০২.২০২২