তুমি অভিশাপ দিয়েছিলে
একাকী পাথর বাড়ির মতো নিঃসঙ্গ হবে
হবে বয়স্ক বুড়োর মতো অসহায়।
সেই থেকেই আত্মমুখী হ‌ওয়ার ঝোঁক
নবীন নৌকার মতো নাবালক তারুণ্য
মরুর বালুঝরে ফেরত পাঠিয়ে দিয়েছি,
গেরস্তি কুকুরের মতো পাহাড়া দিয়েছি
নিজেকে। পরিত্যক্ত প্লাস্টিকের বোতলের
মতো সয়ে নিয়েছি রোদ বৃষ্টি।
রক্তজমা শীতের কার্পণ্যে ফিরিয়ে দিয়েছি
সতেজ প্রথম বেলার রোদ,
ইলেকট্রনিক বিলবোর্ডগুলো হেসেছে
অপলক।


এখন নিঃসঙ্গতাই আমার অমোঘ ধ্যান,
নির্বাণের প্রথম অধ্যায়।