তোমার সাথে আমার দূরত্ব মাপার মাপকাঠি
পেলে কেটে যাবে প্রেম। জন্ম যন্ত্রনার মতো
পীড়নে পুড়বে না আর নারিকেলের শ্বাসের মতো সহজ নরম হৃদয়।


সিঁড়ি সিঁড়ি স্বপ্নগুলোর ছটফটানিও থেমে
যাবে অচল নদীর ঢেউয়ের মতো। তুমি আমি
জোড়ার সাঁকো হয়ে যাবে প্রবীণ। দুধেল
জোৎস্নায় আর ঝরবেনা প্রেম প্রেম মুক্তা।


অচলান্তিক শূন্যতায় শুধু জ্বলবে কাছে দূরের
মিটিমিটি তারা। পরবাসী জলে উড়াল দেবে
মেঘের ঘর। অচলায়তন সময় গড়ে তুলবে
অমৌসুমী ফসল।


তুমিও বৃক্ষ হয়ে যাবে, রোদ বৃষ্টি সয়ে যাবে
শ্যামল শাখার, ভাঙা জানলায় বাসা বাঁধবে
দলছুট চড়‌ই। প্রকৃতি ক্ষয়ে ক্ষয়ে মাপবে না
আর প্রেম রাশি জল।


আমিও শীতের কুয়াশার মধ্যে হারিয়ে যাব, মনেও থাকবে না কে গোলাপ কে রজনীগন্ধা!
হিসেব কষে কষে অন্ধ হলেও কি লাভ।টিকেট পেলে অসময়েও ছেড়ে দেবে তোমার জলযান।


০৭ অক্টোবর ২০২১