না, তার চেয়ে তুমি বরং পড় গাঢ় নীল রঙের
শাড়ি, আমি জাদুকরের মতো অদৃশ্য উপায়ে
ব‌ইয়ের পৃষ্ঠা উল্টানোর মতো খুলবো তোমার
অধ্যায়।


তারাদের পাড়ায় পাড়ায় আলোর উৎসব হোক,  রঙের রদবদলে তোমার শরীরে এঁকে নেব চাঁদ।


আমি বাঁশি বাজাবো, বেবিলন ছাই হয়ে যাক
তাতে কী, আমি আগুন দিয়ে বানাতে পারি
রুপে গুনে অবিনশ্বর অমরাবতী।


নদীর কিনারে বাড়ন্ত কালফুল দেখে দেখে
আমিও মেঘ হয়ে যাব, তোমার শরীরে
বিজলী চমকাক বৃষ্টি হোক, ভিজে ভিজে খুঁজব দুজনে জলের কিনার।



২৯ সেপ্টেম্বর ২০২১