গোপন চিহ্নরা উদ্বাস্তু হয়ে যাচ্ছে
কালের কালস্রোত ভাসিয়ে নিয়ে যাচ্ছে
দিগন্তের ওপারে।
শ্বাসআটকা পাতঙ্গিক চুম্বনের দমকা জলোচ্ছ্বাস
আকাশের মেঘ হয়ে গেল, তুমি আর আমি নাই।
আইসক্রিমে আর মিশে নেই সাইবেরিয়ার
বরফ গলার গল্প।


তুমি একা দূর আকাশে, আমি দিগ্বলয়ের
শেকল পায়ে হেঁটে চলি বিরহের ছায়াপথে।
শীতবর্ষণে প্রেমহীন কাঁদে মায়ার পশম,
শ্বাসমূলে জমে ক্ষয়ে যাওয়া পূনর্জনম।


দূরত্ব খোঁজে না সমান্তরাল রেখা,
ভাঙা তরী ভাসাই মনের তরলে,
মহাতারকারা যেমন ভাসে আলোর জলে।


১৪.০১.২২