জানিনা কোথায় থামবে এ কাঁদা মাটির ট্রেন
ঝক ঝক শব্দে কাঁদছে এ কংক্রিটের শহর
ভুল বোঝাছে নদী, বৃক্ষের সাথে সাক্ষাৎকারে মিথ্যে বলছে মেঘ।
সূর্যের সাথে সমুদ্রের প্রেম, তার প্রিয় পাখি উড়বে বলে আকাশে জল তোলা বন্ধ করেছে রোদ,
আকাশের সামিয়ানায় অচেনা গল্প, উড়ন্ত বলাকারা দিগ্বলয়ে চুমু খেয়ে লিখে রাখে মৃত্যু।
চাঁদ যায় পাক্ষিক ছুটিতে, নিশাচর ভ্রম নেশার
মতো সাপ খেলা দেখায় স্মৃতির শশ্মানে,
জোনাকির মতো স্বপ্নের ঝাক পুড়তে চায় আগুনের চিতায়।


.............................................................
I don't know where the train of slush
Will stop
The concrete city is crying loudly
The river is misunderstanding, the
Cloud is lying in the interview with the tree.
The love of the sea with the Sun, the
Sun stopped raising water in the sky
Cause his favorite bird would fly,
Unknown story in the canopy of the Sky, flying Balaka kisses the horizon and writes death.
The moon goes on a fortnightly vacation, a nocturnal delusion
Like drunkenness playing with snake  in the crematorium of the memory,
Like a firefly, he wants to burn his dream in the fire.


.............................................................


22 April 2022