সূর্যাস্তের কাছে কী চাইতে পারি
তুমি বলে দাও,  সাত রঙা এক সকাল চাইবো,
নাকি চুম্বন, যেমন আলোর চুমু চায় প্রকৃতি।


অবেলায় গোধূলি ছুঁয়ে যায় আলোর প্রস্থান, ঠিক সেই ভাবে আমি ছুঁতে চাই আঁধারের বুক, অসুখ হোক, নির্দ্বিধায় মেনে নেব পরাজয়।


তোমার সাঁকোতে পার হবো এ অজল নদী,
ভয় কেবল নিজেকে ভাঙার, সময়ের বৈরীতায় ব্যর্থ যুদ্ধ কেবল নিজের সাথে।


আসুক নতুন আলো এটুকুতো চাইতে পারি
কত কিছুইতো দিতে পারে মহাকাল,আমি না হয়
অন্ধ হ‌ওয়ার আগে আরেকবার আলো চাইলাম।



২৮ মে ২০২২