একটা কবিতা লিখবো বলে
সেই কখন থেকে ট্যাবলেট ধরে বসে আছি ..........
নিবিড়-নিমগ্ন অথচ নিথর-নিস্তব্ধ যেন - যেন বরফজন্মে অতল -
কোথাও কোনো স্বর নেই, শব্দ নেই কোনো
- যেন কবিতা কি জানি না কতকাল
- যেন মৃত পৃথিবীতে নিশ্চল মহাকাল
- যেন দিনে বা রাতে কখনোই জাগেনি কোনো বোধ
- যেন কতদিন তোমাকে ছুঁয়ে দেখেনি এ দুপুরের রোদ


তোমার কথা মনে হতেই
তোমার নামটা লিখতেই - কী আশ্চর্য -
যন্ত্রপাতা ভরে গেল প্রজাপতির অনন্ত সব রঙের মেলায়!


- তুমি এখন কেমন আছো, প্রজাপতি!
তুমি এখন কেমন থাকো এমন সময়?