তোমার সাথে শেষ দেখা, শেষ কথা  
বেশ অনেক দিন হয়ে গেলো
ঠিক কতদিন, তা আর মনে পড়ে না ।

তোমার সাথে শেষ কবে চা খেয়েছিলাম,
রাস্তার পারের টং-দোকানে দাঁড়িয়ে  
আজ, তা আর মনে পড়ে না ।

তোমার হাতে হাত রেখে খানিকটা
কবে একসাথে পথ হেঁটেছিলাম,
তা আজ আর মনে পড়ে না ।

তোমার পাশে বসে, নদীর ধারে
কবে একসাথে সূর্যাস্ত দেখেছিলাম,
তা আর এখন মনে পড়ে না ।

তোমার আসা-যাওয়া আমার স্বপ্নে অহরহ,
তবুও তোমার মুখের আদল কেমন ছিল,
সঠিকভাবে আজ আর তা মনে পড়ে না ।

তোমার নামে রাত জেগে শেষ কবে চিঠি
লিখেছিলাম, আর কীইবা লিখেছিলাম তাতে,  
আজ আর তা মনে পড়ে না ।


আজ মনে পড়ে না আরও অনেক কিছুই
তোমার সাথে জুড়ে থাকা হাজারো স্মৃতি,
মনে পড়ে না, আবার মনে পড়ুক তাও চাইনা ।


আজ চাওয়া-না চাওয়ার মাঝে ব্যবধান অনেকটাই
তাই আমার নামের শেষে তোমার পদবিটা,
আজ আর তেমন মনে পড়ে না ।