নতুন করে স্বপ্ন দেখতে আজ বড় ভয় হয় ,  
কখন যে বাস্তবতা ইতি টানবে স্বপ্নের রাজপথে ।।


কাউকে আপন করে নিতে আজ বড় ভয় হয় ,
কখন যে বিশ্বাসের সাম্রাজ্যে ঘর বাঁধবে  
অবিশ্বাস, প্রবঞ্চনার ইট-বালি-পাথর দিয়ে ।।


আজ কোনো নব সম্পর্ক নির্মাণে বড় ভয় হয় ,  
যেন সবই কাচের তৈরি, বড়ই ঠুনকো, ভঙ্গুর
স্বল্প আঘাতেই তাসের ঘরের মত ধ্বসে পরে ।।  


নিজের অস্তিত্বটাকে আজ বড় ভয় হয় ,
কখন যে কঠিন আমির অন্তরালে থাকা,
অসহায়, দুর্বল আমি ছদ্মবেশ ত্যাগ
করে বেরিয়ে আসবে সকলের সম্মুখে ।।


আজ সত্যিই বড় ভয় হয় …………