লেখাপড়া শেষ অনেক আগেই
দিনরাত এক করে চলছে প্রচেষ্টা ।
একটি মাত্র চাকরির খোঁজে
এ দ্বারে ও দ্বারে মাথা ঠোকা ।।

মাস পেরোয় বছর পেরোয়
হাতে আসে শুধু ব্যর্থতা ।
অক্ষমতা উঁকি দেয় যত্রতত্র
অসম্মানেরা সুখে বাঁধে বাসা ।।

কেউ জানেনা বেকারের জ্বালা
মনজুড়ে তার কুজ্ঝটিকা ।
দুশ্চিন্তায় বিনিদ্র রজনী
আত্মঘাতী হবার পরিকল্পনা ।।

ব্যর্থ সে এ যাত্রাতেউ
মাথার ওপর দায়িত্ব বিস্তর ।
বাস্তব কে উপেক্ষা করে
অন্তর্ধানের চেষ্টা বৃথা ।।

লড়াই করে নিজের সাথে
সাহস সিদ্ধির আকাঙ্ক্ষায় ।
হয়ত একদিন হবে সে জয়ী
অলীক সুখের কল্পনায় ।।