বসন্তের সেই ভোরে জেগেছিলাম,  
তোমার বাড়ির সামনে দিয়ে যাবো বলে
যদি, এক পলক দেখার সুযোগ হয় তোমায় ।


রেশমি চুড়ী, সাদা চিকনকারি সালওয়ার পরেছিলাম,
সাথে লাল দোপাট্টা, তোমার পছন্দ বলে
জানি, হয়ত পছন্দ বদলে দিয়েছে তোমার, সময় ।


সময় কত নিষ্ঠুর, প্রবহমাণ, ভুলেই গেছিলাম  
সেই কবেই প্রবেশ নিষিদ্ধ করেছিলে
তুমি, আমার, তোমার পাড়ায় ।