আমার কল্পনাদের আকাশ বরাবরই বিশাল
ঘর বেঁধেছে, মস্ত বড় ছাদের এক কোনায়  
থাকা সেই ছোট্ট চিলেকোঠায়, নির্বিঘ্নে ।
মাঝে মাঝেই এক পশলা বৃষ্টি নেমে আসে
আর, রাতবিরাতে ভিজিয়ে দিয়ে যায় নিঃশব্দে ।
ছাদের কোণে জমে থাকা জলে
কাগজের নৌকো ভাসায়, বৃষ্টি ভালোবাসে ।
আবার, পূর্ণিমা রাতে চাঁদ দেখে দুচোখ ভরে
দেখতে দেখতে হারিয়ে যায়, কোনো মায়াবী রাজ্যে ।
খুঁজে বেড়ায় হন্যে হয়ে রূপকথার সেই সাম্রাজ্য,
সেই রাজকুমার আর রাজপ্রাসাদ ভালোবাসায় গড়া ।  
চাইলেই সব পাওয়া রা কি আর পূর্ণতা পায় ?
আমি বলি আকাশ তো বেশ বড়, অসীম ।
একবার দেখ না, ডানা মেলে পারিস যদি উড়ে যেতে  
তবে মানা কীসের ? বাঁধনহীন মুক্ত জীবনের